নিজস্ব প্রতিনিধি: সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত লেফ্ট ব্যাংক নিউ কলোনিতে নারকেল ফাটিয়ে,ফিতে কেঁটে ঢালাই রাস্তার কাজের শিল্যানাস করলেন দেন্দুয়া পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি এবং সমাজসেবী তথা শ্রমিক নেতা মনোজ তেওয়ারী।পঞ্চম অর্থ কমিশনের ফান্ড থেকে তিন লক্ষ টাকা ব্যয় করে প্রায় ৩০০ ফুট ঢালাই রাস্তার শিল্যানাস করা হয় শনিবার।এদিন পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি বলেন প্রচুর উন্নয়ন কাজ চলছে পঞ্চায়েত জুড়ে।আর আগামী দিনে আরো উন্নয়ন হবে।তাছাড়া এদিন সমাজসেবী মনোজ তেওয়ারী জানান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় আজ নিউ কলোনির এই রাস্তার কাজের শিল্যানাস করা হল।বহু দিন ধরে মানুষের চাহিদা ছিল এই রাস্তার তা আজ পূরণ হল।আগামী দিনে যেসব কাজ বাকি রয়েছে দ্রুত সমাধান করা হবে।তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যা গুড়িয়া দেবী,সমাজসেবী মবিন খান, বিল্টু সাউ সহ আরো অনেকে।