সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা “দীক্ষা”

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস শ্রমিক মঞ্চে আয়োজিত করা হলো সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। “দীক্ষা” নামে এদিনের এই কর্মীসভাতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, সংগঠনের ব্লক সভানেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে।এছাড়াও আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন সালানপুর তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপাতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগ,সহ অনেকে।রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প নিয়ে এদিন মহিলা কর্মীদের অবগত করা হয়। এই প্রকল্পগুলির সম্পর্কে খুঁটিনাটি তথ্য ও সাফল্যের কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় কর্মীদের।অসীমা চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদায় মহিলাদের সম্মান ও অগ্রাধিকার দিয়ে থাকেন। বিভিন্ন বয়সী মহিলাদের জন্য তিনি একাধিক প্রকল্প রূপায়ণ করেছেন।এইসব প্রকল্পগুলির সুবিধা পৌঁছে গিয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে।দেশের অন্যান্য রাজ্য সরকারও এখন মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত প্রকল্প গুলি রুপায়ন করছে নিজেদের রাজ্যে।তাই প্রকল্পগুলি সম্পর্কে মহিলা কর্মীদের অবগত করা ও সাফল্যের কথা অন্যদের কাছে তুলে ধরতেই এদিনের কর্মীসভা বলে জানান তিনি।