নিজস্ব প্রতিনিধি: বনদপ্তরের কাছে অনুমতি না নিয়ে সালানপুর রেল স্টেশন চত্বরের ভিতরে বেশ কয়েকটি গাছ কেঁটে ফেলা হল।জানা যায় শনিবার সকাল থেকেই মেশিন লাগিয়ে সালানপুর রেল স্টেশন চত্বরের ভিতরে বেশ কয়েকটি গাছের ডাল ছাটা হয়।পাশাপাশি বেশ কয়েকটি গাছও কেঁটে ফেলা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে জানা বনদপ্তরের কর্মীরা তারা গিয়ে ছবি তোলেন এবং রেল স্টেশন মাস্টারকে বন দপ্তরে দেখা করতে বলেন।বন দপ্তরের কর্মী সুমন্ত দাস বলেন খবর পাওয়া মাত্রই আমরা ঘটনা স্থলে আসি।দেখা যাচ্ছে চার পাঁচটি গাছ কাটা হয়েছে এবং কয়েকটি গাছের ডাল ছাটা হয়েছে।আমরা রেল স্টেশন মাস্টারকে রূপনারায়নপুর বনদপ্তরে যেতে বলেছে।যদি তাদের অনুমতি না থাকে তবে আইনত ব্যাবস্থা নেওয়া হবে।এই প্রসঙ্গে সালানপুর রেল স্টেশন মাস্টার ইরফান আনসারী জানান স্টেশন চত্বরে গাছের ডাল গুলি বেড়ে যাওয়ার ফলে প্রচুর অসুবিধা হচ্ছিলো তাই তারা গাছের ডাল গুলি কাটানোর জন্য লিখিত ভাবে(iow)জানিয়ে ছিলেন।তারপর তারই উদ্যোগ নিয়ে এই কাজ করাছেন।তাই গাছ কাটা নিয়ে তিনি কিছু বলতে পারবেন না।তবে ফোনের মাধ্যমে (iow) কর্তৃপক্ষ সন্তোষ কুমারের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন স্টেশন মাস্টার লিখিতভাবে আমাদের জানান গাছের ডাল গুলির জন্য স্টেশন চত্বরে প্রচুর সমস্যা সম্মুখীন হতে হচ্ছে,তাই তারা গাছের ডাল গুলি কাটচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয়।তবে কোনো গাছ কাটা হয়নি বলে তিনি জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *