সঙ্কেত ডেস্ক: নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থা লিপস এম্ড বাউন্ডসের সম্পত্তি, আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সিনহা। যার প্রেক্ষিতে ইডি আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে ইডি। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা চলছে। এসবের মধ্যেই এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠাল সিআইডি। বিচারপতির স্বামী নিজে আইনজীবী। সিআইডি সুত্রে জানা গেছে, একটি জমি সংক্রান্ত বিষয়ে ৬৪ বছরের এক বিধবা মহিলা ও তাঁর মেয়ে আইনত পৈতৃক সম্পত্তি পান। কিন্তু মহিলার দাদা ও অন্যান্য আত্মীয়রা তাঁদের উচ্ছেদ করার চেষ্টা করছে বলে আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন ওই বৃদ্ধা। বিচারপতি অমৃতা সিনহার স্বামী সেই আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন। বৃদ্ধা দাবি করেন, বিচারপতির স্বামী তাঁর স্ত্রীর পদমর্যাদাকে কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।অভিযোগ, দু’টি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয়, তার সব রকম চেষ্টা করেছেন বিচারপতি সিনহার স্বামী। অভিযোগ করা হয় যে, ওই দুই মামলার প্রাথমিক তদন্তে এক জন অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেও তদন্তের গতি থমকে রয়েছে। হলফনামায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট তদন্তকারীকে এক বার ডেকে তিরস্কার এবং ভর্ৎসনা করেছেন বিচারপতি।এরপর বৃদ্ধা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। তিনি আর্জি জানান, আইনজীবী কিংবা তাঁর বিচারপতি স্ত্রীর প্রভাব ছাড়াই দু’টি ফৌজদারি অভিযোগের যাতে সঠিক ভাবে তদন্ত হয়, তার নির্দেশ দিক শীর্ষ আদালত। তবে প্রাথমিক রায়ে এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানিয়ে দেয় শীর্ষ আদালত। মামলার তদন্ত শেষ করে মুখবন্ধ খামে তথ্য পেশের নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১ ডিসেম্বর আদালত জানিয়ে দেয়, আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। এরপরই সক্রিয় হয়ে বিচারপতির স্বামীকে তলব করেছে সিআইডি। তবে এই মামলায় আগেও একবার তাঁকে তলব করা হয়েছিল। শনিবার বেলা ১১টায় ভবানী ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে।