বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: নবোদয় তাল খেজুর গুর শিল্পী সমবায় সমিতি লিমিটড ও সুন্দরীকা বার্তিকা এর উদ্যোগে কলাতলা খান্দলিয়া তে এলাকার পিছিয়ে পড়া মহিলাদের সনির্ভর করে গড়ে তুলতে, গ্রামীণ এস সি সম্প্রদায়ের প্রায় চারশত মহিলাদের নিয়ে প্রস্তুতি শুরু করেন। এখানে উপস্তিত ছিলেন সহযোগী সংস্থার কর্ণধার সুবীর রায়, রিটায়েড ডাইরেক্টর কে ভি আই সি মীন্ময় বন্দ্যোপাধ্যায়, সুন্দরীকা বার্তিকার সেক্রেটারি অরুণাভ বিশ্বাস, চেয়ার ম্যান নবদয় পি জি এস এস এস (এস পি ভি), অরিন্দম ঘোষ সন্দরিকা বার্তিকার ট্রেজারার,প্রদীপ কুমার মিস্ত্রি আই ডি ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক গভঃ ওয়েষ্ট বেঙ্গল,ওই এস বি এস টি সি চেয়ার ম্যান প্রসাদ দাস, ও অন্যান্য অতিথি বৃন্দ প্রমুখ। স্থানীয় সূত্রে জানা যায় অরুণাভ বিশ্বাস ও সুন্দরীকা বার্তিকা র ট্রেজারার অরিন্দম ঘোষ শ্রিফলা বেড়িয়া, সুন্দরীকা,খান্দালীয়া,নূরপুর অঞ্চল ও কলাতলা অঞ্চলে হলদি গ্রাম সহ এলাকার দরিদ্র গ্রামীণ এস সি সম্রদায়ের মহিলাদের খুঁজে খুঁজে বাহির করে তাদের শুধু তালের রস ও তালপাতার তৈরি হাতের কাজ শিখিয়ে দেওয়ার পাশাপাশি তাদের কে সনীর্ভর করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখানে তালপাতার ভিজিটিং কার্ড,ব্যাজ,হাত পাখা সহ তালের গুরের মুখরচক খাবার ও তালপাতার যাবতীয় জিনিস পত্র তৈরি করা হচ্ছে। বিশেষ করে এতে এলাকার পিছিয়ে পড়া মহিলারা বহু উপকৃত হবে বলে জানা যায়। সুন্দরীকা বার্তিকা র পক্ষ থেকে এমন মহান উদ্দ্যেগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *