সুপ্রিম কোর্টে পিছোল আরজি কর মামলার শুনানি,পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি

সঙ্কেত ডেস্ক:সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। বুধবার বেলা দু’টো নাগাদ শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়ার পর এই প্রথম সেই মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। তবে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে।পরবর্তী শুনানি হবে ২৯ জানুয়ারি অর্থাৎ আগামী বুধবার। ওইদিন দুপুর ২টায় এই মামলার শুনানি হওয়ার কথা।
আরজি কর কাণ্ডে ইতিমধ্যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। এদিকে সঞ্জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই প্রাপ্য, সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে পাল্টা চ্যালেঞ্জ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ,রাজ্য সরকারের এই আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এদিকে সর্বোচ্চ আদালতে আরজি কর নিয়ে দুটি মামলা চলছে। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি বিষয়ক মামলা চলছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে এর আগে বেশ কয়েকবার আরজি কর মামলার শুনানি হয়েছে।