নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচারের লক্ষ্যে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার। শনিবার বেলিয়াবেড়া থানা এলাকার বাহারুনা ফুটবল ময়দানে হয় পুলিশের এই মহিলা ফুটবল প্রতিযোগিতা। খেলায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আটটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। এদিন খেলা উপলক্ষে বেলিয়াবেড়া থানার পুলিশের পক্ষ থেকে যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তেমন খেলা দেখতে প্রচুর মানুষও মাঠে উপস্থিত হয়ে ছিলেন। এদিন এই সেভ ড্রাইভ সেভ লাইফ কাপ খেলায় উপস্থিত ছিলেন, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী, গোপীবল্লভপুরের সার্কেল ইনস্পেক্টার দেবাশীষ ঘোষ, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিও নিলোৎপল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। এদিনের এই অনুষ্ঠান থেকে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীর হাতে বই, খাতা, ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন। সর্বশেষে এই খেলার ফাইনাল ম্যাচে জয়ী হোন তপসিয়া চ্যালেঞ্জার্স মহিলা ফুটবল দল। পাশাপাশি এই খেলা দেখতে এলাকার বহু মানুষজন ভিড় জমান। বেলিয়াবেড়া থানার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনেরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *