নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:
বিদ্যালয়ের গেটের সম্মুখে প্রাচীরের গায়ে আঁকা মনীষীর ছবি বিকৃত করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত হারিরামপুর এলাকায় ঘটেছে।যে বা যারা এমন ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে,তাদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসিরা।দেশের মহান মনীষীর বিকৃত ছবি পথচলতি ও এলাকাবাসীর নজরে আসতেই ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
স্থানীয় এক গ্রামবাসী জানান,”হারিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের দেওয়ালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর আঁকা ছবিতে কেউ বা কারা কালো কলি লেপে দিয়ে বিকৃত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
যদিও এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে স্থানীয় এক গ্রামবাসী পিন্টু ভট্টাচার্য মনীষীর ছবিতে কালো কলি তোলার চেষ্টা করেন। যদিও তাঁর এই প্রচেষ্টায় পুরোপুরি ভাবে ছবি ঠিক করা না গেলেও, কিছুটা হলেও ছবির হাল ফিরেছে।
স্থানীয়রা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই দুষ্কৃতীরা এই কুকর্ম ঘটিয়ে বেড়াচ্ছেন প্রকৃত দোষীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আর্জি জানিয়েছেন এলাকাবাসী সহ বিশিষ্ট জনেরা।