নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার, বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে এবং বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ এর প্রচেষ্টায় বারাবনী ব্লকের অন্তর্গত পানুড়িয়া ফুটবল ময়দানে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় মেমোরিয়াল কাপ ফুটবল খেলার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বারাবনি ব্লকের পানুড়িয়া ফুটবল গ্রাউন্ডে ১৪ তম বর্ষের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগেই অনুষ্ঠিত হয়েছিল, বৃহস্পতিবার যার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল নীলাঞ্জনা এফসি এর সাথে ক্যালকাটা জর্জ টেলিগ্রাফের।

এই আট দিবসীয় টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড চলচিত্র জগতের নায়িকা ভাগ্যশ্রী পাটবর্ধন। একই সাথে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, সমাজসেবীকা সুচিস্মিতা উপাধ্যায় ।

এদিনের খেলায় নীলাঞ্জনা এফসি বনাম ক্যালকাটা জর্জ টেলিগ্রাফ এর হাড্ডা হাড্ডি খেলায় ট্রাইবেকার এর মাধম্যে জর্জ টেলিগ্রাফ দলকে হারিয়ে নীলাঞ্জনা এফ সি জয়ী হয় ।

এই খেলায় জয়ী দলকে পুরস্কার হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং পরাজিত দলকে এক লক্ষ টাকা সহ সূদৃঢ় মোমেন্ট প্রদান করা হয়।খেলার মাঠে দর্শকদের ভীড় ছিল দেখার মত। তাছাড়াও আজকের খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মালা বাউরি, পূজা মান্ডি, কেশব রাউত , বিশ্বজিৎ সিংহ ,ইন্দ্রজিৎ সিংহ, আশিষ মন্ডল সহ অন্যান্যরা।

আসানসোল কর্পোরেশনের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, আস্থা রেখেছে আশা রেখেছে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূরণ করতে। এই খেলা বরাবর মানুষের আশা থাকে এই খেলার জন্য বাড়াবনি তৃণমূল কংগ্রেস কে অনেক ধন্যবাদ।

পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বলেন ১৩ বছর ধরে এই খেলা চলছে বরাবর মানুষের মধ্যে এই খেলাকে কেন্দ্র করে উদ্দীপনা রয়েছে। গ্রামাঞ্চলের মানুষ এত বড় টুর্নামেন্ট দেখেনি। জামুরিয়া ঝাড়খন্ড থেকে প্রচুর মানুষের ফোন আসে কখন খেলাটা হবে। বিধায়কের সহযোগিতায় আমরা চেষ্টা করি খেলার মান বৃদ্ধি করার। ভারতের বিভিন্ন রাজ্য থেকে দল এসে খেলে গেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *