নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুর: বৃহস্পতিবার ও.ডি.এম ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর, গর্বের সাথে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করেছে । এটি ছিল স্বাধীনতার ৭৮তম বছর দেশপ্রেম, ঐক্য এবং গর্বের সাথে পূর্ণ একটি অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় একটি অনুপ্রেরণামূলক স্বাগত বক্তৃতা দিয়ে, তারপরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন, যা আমাদের প্রতিটি
জাতির ঐক্যের প্রতীক । প্রথম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা একটি দর্শনীয় মার্চ পাস্টের মাধ্যমে দেশের মর্যাদা এবং গর্বের পরিবেশ সকলের সামনে তুলে ধরেন । বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীরা সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে দেশের জন্য গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।
অনুষ্ঠানটিতে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী উত্তেজনাপূর্ণ স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ জ্ঞানের একটি অধিবেশন উপস্থাপন করেন , যা শিক্ষার্থীদের আকৃষ্ট করে এবং ভারতের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে ভাবতে শেখায়, এই অধিবেশনে অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষা , শ্রীমতী মান্নু কাপুর উপস্থিত সকলকে স্বাধীনতা দিবসের প্রকৃত তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন তার অসাধারণ বক্তৃতার মাধ্যমে । প্রধান অতিথি, শ্রীমতী সুসামা চ্যাটার্জি, সমাজ সংস্কারক, তিনি সকলের সামনে বীর সংগ্ৰামীদের আত্মত্যাগ এবং সমাজের প্রতি আমাদের করনীয় কর্তব্য বিষয় সম্পর্কে সচেতন করেন । তিনি বলেন, দেশের প্রতি দায়িত্ব গ্রহণ করে আমরা একটি সম্প্রীতি এবং সকলের জন্য সমৃদ্ধ ভারত গড়ে তুলতে পারি ।
বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষা শ্রীমতী মান্নু কাপুর মহাশয়া অনুষ্টানে উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করেন ।।