নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: স্বামীকে ছেড়ে সোজা প্রেমিকের বাড়িতে হাজির হয়েছিল গৃহবধূ, পরে সেই প্রেমিক কে দেখতে না পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রেমিকা তথা গৃহবধূ!চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত জনার্দনপুর এলাকায়।
জানা গিয়েছে,
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত প্রায় দু বছর আগে ওই গৃহবধূর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকার কুসুমদা গ্রামে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। গৃহবধূর স্বামী প্রায়শ তাকে মারধর করতো বলে অভিযোগ।
এরপর কয়েকমাস আগে খড়গপুর এলাকার ওই যুবকের সাথে পরিচয়পর্ব ধীরে ধীরে প্রেমালাপে গিয়ে ঠেকে।
বুধবার ফের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠলে ওই গৃহবধূ স্বামীকে ত্যাগ করে ওই প্রেমিকের সাথে সংসার বাঁধার স্বপ্নে বিভোর হয়ে বাড়ি ছাড়েন।
পৌঁছে যান প্রেমিকের বাড়ি খড়গপুর লোকালের অন্তর্গত জনার্দনপুরে। সেখানে ওই যুবকের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। শেষমেষ স্থানীয়দের তৎপরতায় তাকে নদীতে থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এরপর খড়গপুর লোকাল থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই গৃহবধূ কে থানায় নিয়ে যায়। গোটা ঘটনা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।