সঙ্কেত ডেস্ক: স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এনিয়ে কম জলঘোলা হয়নি। এনিয়ে এবার বিজেপির রাজ্য সভাপতিকে জুতো মারারা নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসভার উপপ্রধান সোমনাথ চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদারকে জুতো মারার নিদান দিয়েছেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বুধবার বাঁকুড়ার কোতুলপুরে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে সুকান্ত মজুমদারকে জুতো মারার নিদান দেন তৃণমূল নেতা। তিনি বলেছেন, সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামচাগিরি করছেন। যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। এর জন্য সুকান্ত মজুমদারকে জুতোপেটা করা উচিত। তাঁর মতে, বিজেপি প্রকৃত হিন্দু নয়, ওরা ভেকধারী। সোমনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব । যদিও নিজের বক্তব্য থেকে পিছু হটতে রাজি নন তৃণমূল নেতা। অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে নিজের বক্তব্যে তিনি। অনড় থাকেন। তাঁর মতে, স্বামীজিকে যারা অপমান করবে তাদের জুতোপেটা করা উচিত। সকলের সামনেই তাদের জুতোপেটা করতে হবে।