সঙ্কেত ডেস্ক : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে টানা প্রায় দু সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করছেন। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারের তরফে বারবার কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে গতকাল চিকিৎসকদের এক প্রতিনিধিদল সিবিআই দফতরে যায়। সেখানে গিয়ে তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে চান। কিন্তু সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি। তাই কর্মবিরতিতেই অনড় ছিলেন তাঁরা। আজও স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। সেখানে জানানো হয়, তাঁদের বহু দাবিদাওয়া মেনে নেওয়া হয়েছে। তাই এবার কাজে ফিরে আসতে। কারণ তা না হলে রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকী মারা পর্যন্ত যাচ্ছেন। মানবিক দিক দেখার কথাও বলা হয় বৈঠকে। যদিও বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় রয়েছেন চিকিৎসকরা।
মানবিক দিক দেখার কথাও বলা হয় বৈঠকে। কিন্তু সেই বৈঠকেও কাটেনি জট। তাই কর্মবিরতি চলবে বলেই জানিয়ে দিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, কে খুনি, মোটিভ কী ছিল, আরও কারা জড়িত – এসব মৌলিক প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন।
তবে সূত্রের খবর, সন্ধের পর বেসরকারি হাসপাতালগুলির তরফে বৈঠকে বসা হবে। চার হাসপাতালের কর্তৃপক্ষ আলোচনায় যোগ দেবে। সেখানে কোনও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।