March 20, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভে উত্তাল মেদিনীপুর

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। বুধবার জেলাশাসকের কার্যালয়ের সামনে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে বাম ছাত্র যুব সংগঠন একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলের নেতৃত্বে ছিলেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখার্জি।
শহরের রিং রোড পরিক্রমা করে মিছিলটি জেলাশাসকের কার্যালয়ের দিকে এগোতেই পুলিশ তাদের আটকে দেয়। এই ঘটনায় মিনাক্ষী মুখার্জি সহ বাম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এরপরই আন্দোলনকারীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

মিনাক্ষী মুখার্জি অভিযোগ করেন, “এই স্যালাইন কাণ্ডে প্রকৃত দোষীদের আড়াল করতে রাজ্য সরকার জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সাসপেন্ড করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
এদিকে, জেলাশাসকের কার্যালয়ের বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া ব্যবস্থা নেয়।

বিক্ষোভকারীদের দাবি, “প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবকে জবাবদিহি করতে হবে। দোষীদের শাস্তি দিতে হবে এবং ভুক্তভোগী পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.