কৌশিক ঘোষ,হাওড়া:হাওড়ার দাসনগরের আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে ২৪ ডিসেম্বর, রবিবার সারাদিন ব্যাপি পঞ্চম সারা ভারত ওপেন ক্যারাটে প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হলো। সতোকান ক্যারাটে ডু জাপান অ্যসোসিয়েশান অফ ইন্ডিয়া ওর উদ্যোগে সিহান এস এস শর্মার নেতৃত্বে এই সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হলো।পশ্চিমবঙ্গ, আসাম,ঝাড়খন্ড,বিহার,
সিকিম,অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় সাড়ে চারশোর বেশি প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করে। অঙ্কিতা দুবে,অদেশ নারায়ণ সিং, কেয়সী এস এস শর্মা, সিহান সুবির বাগচী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল নজর কাড়ার মতো। মুখ্য আয়োজক সেনসি এস.এস শর্মা জানান এটা তাদের পঞ্চম তম সারা ভারত ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মেয়েদের সেল্ফ ডিফেন্সের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।অসামের প্রতিযোগিরা অন্য সব রাজ্যের থেকে ভালো ফল করেছে। সবচেয়ে বেশি পদক পেয়ে হাওড়ার বামুনগাছির অভয়যোদ্ধা টিম প্রথম স্থান অধিকার করেছে। উওর চব্বিশ পরগনার বসিরহাটের টিম দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেনসি সুবীর বাগচী জানান বর্তমানে মেয়েদের আত্মনির্ভরতা সুরক্ষার জন্য ক্যারাটে শেখানোর উৎসাহ দেবার জন্য তিনি অবিভাবকদের ধন্যবাদ জানান। ক্যারাটের শক্তি প্রজেক্ট সহ নানা বিষয়ে তিনি ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষন দেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *