কৌশিক ঘোষ,হাওড়া: হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেলের সভাপতি রাজু বনিকের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বালী খাল বাসস্ট্যান্ট সংলগ্ন এলাকায় এক প্রতিবাদী পথ সভা অনুষ্ঠিত হলো।হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জী সহ রাজ্যসভা ও লোকসভায় তৃনমূল কংগ্রেসের ১৭ জন দলীয় সাংসদ সহ বিরোধী দলের ৯২ জন সাংসদ কে অন্যায় ভাবে বহিস্কারের প্রতিবাদেই এই পথসভা অনুষ্ঠিত হলো। এই সভায় হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেল সভাপতি রাজু বনিক,বালী কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়াসেল সভাপতি দেবাজ্ঞন ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক বলরাম ভট্টাচার্য,বালী কেন্দ্র তৃনমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ গাঙ্গুলী, বালী কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্যাণী ঘোষ, আইএনটিটিইউসি নেতা কার্ত্তিক দাস সহ অন্যান্য তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই তাদের বত্তৃতায় বিজেপি সরকারের নানা ভ্রান্ত নীতি ও বিরোধীদের প্রতি কেন্দ্রীয় শাসক বিজেপি সরকারের কন্ঠ রোধ করার চক্রান্তের তীব্র বিরোধীতা করেন।