নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো কাঁকসার রাজবাঁধ স্টেশন সংলগ্ন এলাকায়। রাজবান্ধ স্টেশনে ঢোকার মুখে আচমক থমকে গেল দুরন্ত এক্সপ্রেস। আপৎকালীন ব্রেক কষে স্টেশনে ঢোকার মুখে হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসটি থামালেন চালক। ট্রেনের S-2 বগির নীচের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। আর তৎক্ষণাৎ ট্রেন থামান তিনি। ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে দেখে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। দ্রুত খবর দেওয়া হয় রেল আধিকারিকদের। ঘটনাস্থলে পৌঁছে রেলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন।ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা এবং রেলের অগ্নিনির্বাপক বিভাগ। আধ ঘন্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। ট্রেনের এক যাত্রী রাজেশ পাশওয়ান বলেন,” হঠাৎই চাকা থেকে আগুন বের হতে থাকে। তারা জানতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন। রেলের আধিকারিকদের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। আধঘন্টা পরেই ট্রেনটি নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।”
রেল সূত্রে জানা গিয়েছে ওই ট্রেনের মাঝ বরাবর একটি বগির চাকার সাথে ব্রেক সু ঘর্ষণের ফলে আগুন লেগে গিয়েছিল। যার কারনে দ্রুতগতির ওই ট্রেনটি থেকে আগুন বের হতে থাকে। তবে দ্রুত মেরামত করে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।