হাওড়া সাঁকরাইলে রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
সংবাদদাতা, হাওড়া: হাওড়া সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত তিন বছর ধরে ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙাচোরা রাস্তায় পথ চলতি এলাকার মানুষ কখনো মুখ থুবড়ে পড়ছে ভাঙছে হাত-পা এবং অসুস্থ রোগী থেকে পশুতিকে হাসপাতালে নিয়ে যেতে পরিবারের লোকেরা খাচ্ছে হিমশিম। সাঁকরাইল এর বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে ,বারবার ভিডিও থেকে এলাকার এম এল এ, ক্রিয়া পাল কে জানিও কোনরকম ফল হয়নি। অবশেষে মরিয়া হয়ে এলাকার মানুষ আজ সকাল দশটা নাগাদ সাঁকরাইল এ তিন কপাটিপলের কাছে রাস্তায় অবরোধ শুরু করেন তাদের, একটাই দাবি এলাকার এই রাস্তা তৈরি করে দেওয়া, প্রায় ৪৫ মিনিট অবরোধের পরে সাকরাইল থানার পুলিশ এসে কার্যত এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন মিশ্র লাঠিচার্জ করে সরিয়ে দেন অবরোধকারীদের। কিন্তু কোনরকম এই রাস্তা কবে সারানো হবে তার কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারিনি প্রশাসন। প্রাথমিকভাবে 15 দিন সময় চেয়েছেন এই রাস্তা সারিয়ে দেওয়ার যদি না সারানো হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এলাকার মানুষ।