সঙ্কেত ডেস্ক: হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি এবং কুল্লু জেলায় গত ২৪ ঘন্টায় একাধিক মেঘ বিস্ফোরণে কমপক্ষে দুইজন মারা গেছে এবং ৫০ জন নিখোঁজ রয়েছে, রাতভর মুষলধারে বৃষ্টির পরে যা নদীগুলিকে বিচ্ছিন্ন করে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে বুধবার রাত ১২টার দিকে রাজভান গ্রামে বজ্রপাতের মত বিকট বিস্ফোরণ হয়। তার কিছুক্ষণের মধ্যেই সর্বত্র জলে নিমগ্ন হয়ে যায় । মানুষ কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি প্লাবিত হয়ে যায় । খবর পেয়ে রাতেই সক্রিয় হয় প্রশাসন । ফের একই ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর । যোগাযোগ বন্ধের কারণে পদ্দার মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভূমিধসের কারণে পাঠানকোট মান্ডি জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। বিয়াস নদীর ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারনে রাজ্য বিদ্যুৎ পর্ষদ ১২৬ মেগাওয়াট ক্ষমতার লারজি বাঁধের গেট খুলে দিয়েছে৷ পাশাপাশি খুলে দেওয়া হয়েছে বিবিএমবি পান্ডোহ বাঁধের গেট । ভুন্তরে বিয়াসের জলস্তর ৩০,৫৮০ কিউসেক রেকর্ড করা হয়েছে। পান্ডোহ বাঁধে জল ৪৩,৩২৮ কিউসেক পৌঁছেছে। লারজি বাঁধের গেট ২১ মিটার পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। বাঁধের জলস্তর ৯৬২ মিটার । পান্ডোহ বাঁধ থেকে ভাটিতে ৩৫,৬১০ কিউসেক জল ছাড়া হচ্ছে। চার, পাঁচ নম্বর গেট এক মিটার পর্যন্ত এবং পাঁচ নম্বর গেট এক মিটার পর্যন্ত খোলা হয়েছে বলে জানা গেছে ।।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, যিনি ব্যক্তিগতভাবে সিমলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন “এখন পর্যন্ত দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে । সমস্ত রকম উদ্ধার ও অনুসন্ধানের কাজ চলছে ,আমরা সেনা ও বিমান বাহিনীর সাহায্য চেয়েছি। রাজ্যের বিরাট ক্ষতি হয়েছে।”সেই সঙ্গে তিনি আরো বলেন আগামী ৩৬ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি জনগণকে এই মুহূর্তে নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি,”।
সিমলার পুলিশ সুপার (এসপি), সঞ্জীব কুমার গান্ধী জানিয়েছেন রামপুরের (শিমলা) সমেশ গ্রামে একটি মেঘ বিস্ফোরণে দুইজন নিহত এবং ২৮ জন নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।জেলা প্রশাসক (ডিসি) অনুপম কাশ্যপ বলেছেন, মেঘ বিস্ফোরণটি রাত ১ টার দিকে ঘটেছিল ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *