নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে এক বেসরকারি হোটেল থেকে বেরিয়ে হেলিকাপ্টারে চড়ে আসানসোল যাবার পথে বিপত্তি । কপ্টারের মধ্যে হোঁচট পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে প্রচারে যাওয়ার সময়ে হেলিকপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই পড়ে যান তিনি। হেলিকপ্টারের ভিতরে পা রাখতেই কোনও কিছুতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী।
শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ২টি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেজন্য বেলা ১টা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি। গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে তিনি মাথা নিচু করে হেলিকপ্টারে প্রবেশ করেন। হেলিকপ্টারের ভিতরে পা রাখতেই কোনও কিছুতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা মিললেও মুখ্যমন্ত্রী সামান্য চোট পেয়েছেন বলেই সূত্রের খবর। তবে মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি যথাসময়ে সভাস্থলে পৌঁছে যান। মমতার সঙ্গেই ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন।
কপ্টার রওনা হয় মমতার প্রথম সভা কুলটির উদ্দেশে। যথাসময়েই সেখানে পৌঁছে যান তৃণমূলনেত্রী। চোট নিয়ে সেই সভায় কথা বলেননি মুখ্যমন্ত্রী। বলেননি পড়ে যাওয়ার কথাও। বরং অন্য সভাগুলিতে যে ভাবে বিরোধীদের তোপ দাগেন, সেই ভাবেই ভাষণ দিয়েছেন মমতা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *