সঙ্কেত ডেস্ক: দিঘায় গণধর্ষণের অভিযোগ।হোটেলের ঘর ঠিক করে দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, দিঘায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন ওই মহিলা। এই ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।
জানা গিয়েছে,এক পুরুষ ও এক মহিলা রাত্রিবেলা দিঘা পৌঁছনোর পর হোটেলের ঘর খুঁজছিলেন। সেই সময় দুই ব্যক্তি বাইকে চড়ে এসে তাঁদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁরা জানান রুম খুঁজে দেবেন। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে ওই মহিলা ও তাঁর বন্ধুকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সঙ্গে একটি বাইকে ছিলেন ওই মহিলা। অভিযোগ, একটি ফাঁকা জায়গায় সঙ্গী বন্ধুকে আটকে রেখে জোরপূর্বক ওই মহিলাকে টেনে নিয়ে যায় আরও ভিতরে। মুখে চাপা দিয়ে জোরপূর্বক নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয় তাঁকে।এরপর ওই নির্জন জঙ্গলে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি আরও অভিযোগ, সঙ্গী যুবককেও গাছে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই নির্যাতিতা মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরেই।
মহিলার অভিযোগের ভিত্তিতে দিঘার থানার ওসি অভিজিৎ পাত্র অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালান।দিঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (মারধর) , ৩৭৬ ( ধর্ষণ) , ৩৭৯ ( চুরি ছিনতাই) , ৩৪ আইপিসি ধারায় মামলা রজু হয়েছে।দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র বলেন ” অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানসে মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।দিঘার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘দিঘার পর্যটক ধর্ষণের ঘটনা বিজেপি বিধানসভায় তুলে ধরবে। এখন পর্যটনস্থলও নিরাপদ নয়। সহজেই বোঝা যাচ্ছে এ রাজ্যের আইন-শৃঙ্খলার কী অবস্থা।’