তারক হরি, পশ্চিম মেদিনীপুর:
১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে যাতে শ্রমিকদের কোনও অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য রাজ্যজুড়ে সহায়তা শিবির করছে তৃণমূল কংগ্রেস। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি ডেবরাতেও শুরু হয়েছে এই সহায়তা কেন্দ্র।
ডেবরা ব্লকের 3 নং সত্যপুর এলাকায় শ্রমিকদের পাওনা টাকা পেতে যাতে কোনও অসুবিধার মুখে না পড়তে হয় তার জন্য একটি সহায়তা কেন্দ্র শিবির করা হয়।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক প্রতিনিধি বিবেকানন্দ মুখার্জি, ডেবরা পঞ্চায়েতের সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সুস্মিতা দত্ত, ডেবরা পঞ্চায়েতের সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মুনমুন সেন মন্ডল, ডেবরা পঞ্চায়েত সমিতি সদস্যা আসমিনা বিবি,সহ আরো অন্যান্যরা
পাশাপশি এদিন ডেবরা ব্লকের 5/1 অঞ্চলে বঞ্চিত শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে একটি সহায়তা কেন্দ্র করা হয়। উপস্থিত ছিলেনডেবরা ব্লকের সহ সভাপতি তথা ডেবরা পঞ্চায়েতের সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া মহাশয়, অঞ্চল INTTUC এর সভাপতি মদন সিং অন্যান্য নেতৃত্বরা।
তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন,১০০ দিনের কাজে যাঁদের মজুরি বকেয়া রয়েছে তাদের একজনও যাতে বঞ্চিত না হন, তার জন্য রাজ্যজুড়ে সহায়তা শিবির করার সিদ্ধান্ত নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সহায়তা শিবির করে প্রকৃত বঞ্চিতদের নামের তালিকা তৈরি করে তা প্রশাসনের কাছে পাঠানো হবে।