সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৩০ টা বাংলা কবিতা মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্ ও এশিয়া বুক অফ রেকর্ডস্ করলো হাওড়া জেলার উলুবেড়িয়ার এক শিশু। জানা গেছে ওই শিশুর নাম রায়ীফা ইয়াসমিন বয়স ২ বছর ৫ মাস। বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া রাজাপুর তেহট্ট লায়েক পাড়ায়। জানা গেছে দু বছর চার মাস বয়সে ১৩০ টা বাংলা কবিতা মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্ ও এশিয়া বুক অফ রেকর্ডস্ করে রায়ীফা। বর্তমানে সে থাকে তার দিদার বাড়ি হাওড়া জেলার আমতার চাটরা(পশ্চিম পাড়া) এলাকায়। জানা গেছে আমতায় তার দিদার বাড়িতে দিদা নাসিমা বেগম কাছে কবিতা শুনে শুনে মুখস্ত করে। এবং সে কবিতাগুলো তার দাদুর ও মায়ের কাছে শোনাতো এবং পরবর্তীতে তার এই কবিতার প্রতি আগ্রহ দেখে খুশি ছিলেন পরিবারের সকলেই। সেই সময়েই তার বাবা রিয়াজুল মল্লিক বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পান যে এক শিশু বিভিন্ন দেশের নাম বিভিন্ন রাজ্যের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করে। সেই খবর দেখে তার বাবা অনুপ্রাণিত হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডের চেষ্টা চালান তারপর শুরু হয় জার্নি তারপর আসে সফলতা দু’বছর চার মাস বয়সেই রাফীয়া ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ড করে উলুবেড়িয়া ও হাওড়া জেলা সহ রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করলো। তার এই সফলতায় খুশি তার বাবা-মা আত্মীয় পরিজন থেকে শুরু করে সকলেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *