নিজস্ব প্রতিনিধি, আসানসোল:৩১শে অক্টোবর মধ্যে ব্লকের মানুষ পাবে পানীয় জল।তাছাড়া তৈরি হবে ডাবল লেন বাইপাস। প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে বাইপাস চৌরাঙ্গী মোড় থেকে রূপনারায়ণপুর টোল ট্যাক্স পর্যন্ত রাস্তাটিকে চওড়া করে তৈরি হবে ডাবল লেন রাস্তা। আজ এই বিষয়ে সালানপুর ব্লক প্রশাসনিক কার্যালয়ে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা বিশেষ বৈঠকে করলেন।যেখানে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পোন্নাম বলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়,আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, একাধিক অতিরিক্ত জেলা শাসক,পি ডব্লিউ ডি রোডস-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত সিং,পি এইচ ই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ড,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,বিদ্যুৎ বিভাগের এ.ই বিপ্লব মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমস্ত প্রধান,পুলিশ প্রশাসন ও অন্যান্য আধিকারিকেরা।
জানা গেছে চলতি আর্থিক বছরেই এই রাস্তা ডবল লেন করার কাজ শুরু হয়ে যাবে এবং দু বছরের মধ্যে তা সম্পূর্ণ হবে।পুরো রাস্তাটি ১০ থেকে ১২ মিটার চওড়া হবে। মূল রাস্তার দুদিকে ফুটপাত এবং জলের পাইপ,বিদ্যুতের খুঁটি ইত্যাদি বসানোর জন্য জায়গা ছাড়া থাকবে। দুপাশে তৈরি হবে উপযুক্ত ড্রেন।মোট ৮ কিলোমিটার ৭২৫ মিটার দীর্ঘ এই রাস্তায় প্রায় দশটি কালভার্ট, দেন্দুয়া রেল ক্রসিং-এর উপর ওভারব্রিজ এবং সালানপুর দেন্দুয়া জেমারি আল্লাডিতে রাস্তার পাশে সাড়ে পাঁচ মিটার করে চওড়া সার্ভিস রোড তৈরি হবে। প্রয়োজন অনুযায়ী বেশ কিছু দোকান,বাড়ি,একাধিক ধর্মীয় স্থান,একটি স্কুল এজন্য ভাঙ্গা পড়বে বলে মনে করা হচ্ছে।তবে ধর্মীয় স্থান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসন সহযোগিতা করবে, সমস্ত ক্ষেত্রেই উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। জমি এবং বাড়ি ভাঙ্গা পড়লে সেখানে জমি ও বাড়ির জন্য পৃথকভাবে যথেষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।তাছাড়া পানীয় জল নিয়ে পিএইচই দপ্তরকে নির্দেশ দেওয়া হয় চলতি বছরের ৩১শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর।এবং পাইপ লাইন বসানোর জন্য যেসব রাস্তার দশা খারাপ হয়েছে তার মেরামত করার।