March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

২ ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান

সঙ্কেত ডেস্ক: সর্বসাধারণের জন্য রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান ২ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ ২০২৫ পর্যন্ত খোলা থাকবে। সপ্তাহে ৬ দিন এই উদ্যান ঘুরে দেখা যাবে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত। রক্ষণাবেক্ষণের জন্য সোমবার অমৃত উদ্যান বন্ধ থাকবে। এছাড়াও দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের দিন ৫ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি ভবনে ভিসিটরস কনফারেন্সের জন্য ২০ ও ২১ ফেব্রুয়ারি এবং হোলি উপলক্ষে ১৪ মার্চ বন্ধ থাকবে এই উদ্যান।

প্রবেশ ও প্রস্থান গেট নম্বর ৩৫ দিয়ে – যা রাষ্ট্রপতি ভবন এবং নর্থ অ্যাভিনিউ-এর সংযোগস্থলের কাছে। সকাল ৯ টা ৩০ থেকে সন্ধে ৬ টা সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে গেট নম্বর ৩৫ পর্যন্ত বিশেষ বাস পরিষেবা মিলবে।

২৬ মার্চ ভিন্নভাবে সক্ষমদের জন্য, ২৭ মার্চ প্রতিরক্ষা – আধা সামরিক – পুলিশবাহিনীর কর্মীদের জন্য, ২৮ মার্চ মহিলা এবং আদিবাসী মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য এবং ২৯ মার্চ প্রবীণ নাগরিকদের জন্য খোলা থাকবে এই উদ্যান।

প্রবেশ নিঃশুল্ক। https://visit.rashtrapatibhavan.gov.in/. থেকে অথবা সরাসরি গিয়েও প্রবেশপত্র পাওয়া যাবে।
৬ মার্চ থেকে ৯ মার্চ রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে বিবিধতার অমৃত মহোৎসব। এবছর এই মহোৎসবে তুলে ধরা হবে দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.