সঙ্কেত ডেস্ক: ২০১০ সাল পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় নিয়ে বুধবার খড়দহের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, “এই রায় আমি মানি না।”
দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহে সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তাঁর রায় আমি মানি না। ২৬ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল, তখনও আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই বলছি আজকে, যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলব না, জাজমেন্ট নিয়ে বলা যায়, বিজেপির রায় এটা, আমরা মানব না। ওবিসি সংরক্ষণ চলছে চলবে।’
মমতা আরও বলেন, ‘এই রায়ের মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ আসলে বাতিল করতে চাইছে বিজেপি। দেশে কখনও ভাগাভাগি হয় না। এটা বাংলার কলঙ্কিত অধ্যায়। হিন্দুকে বাদ দিলাম, মুসলিমকে রাখলাম। এটা হতে পারে? স্পর্ধা তো কম নয়! বিজেপির কোনও পলিসি নিয়ে কোনও কথা বলার সাহস আছে? ওবিসি সংরক্ষণ আমার সরকার আইন মেনেই করেছিল। আমরা সমীক্ষা করেছিলাম। উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন। কোর্টে তখনও কেস হয়েছিল। বিজেপি হেরে গিয়েছিল। এ বারও তাই হবে।’
উল্লেখ্য বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এই রায় ঘোষণা করে বলেছেন, ‘এরপর কারা ওবিসি হিসাবে গণ্য হবে তা ঠিক করবে বিধানসভা। ওয়েসয় বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারকে তার তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা রাজ্য সরকার বিধানসভায় পেশ করবেন। যাদের নামের তালিকা অনুমোদিত হবে তারাই ওবিসি বলে গণ্য হবেন’।