নিজস্ব প্রতিনিধি: ঘোষণা অনুযায়ী সারা ভারতবর্ষের হিসেবে ৮৫ হাজার কোটি টাকার রেল প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রেল প্রকল্পের অধীনে কিছু নতুন ট্রেনের সাথে সাথে আসানসোল হাটিয়া এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করা হলো। এদিন রেল প্রকল্প ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে ভার্চুয়াল ভাবে সারা দেশের সাথে আসানসোল হাটিয়া এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন।

মঙ্গলবার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনের সময় আসানসোল স্টেশনে উপস্থিত থেকে সবুজ পতাকা দেখায় আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেল উন্নয়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমনি তার পাশাপাশি আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোরই সমালোচনা করতে বাকি রাখেননি এই সরকারি অনুষ্ঠানে।

এদিন ফ্রেট করিডার নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২৪০০ কিলোমিটার ফ্রেট করিডরের জন্য আলাদা রেলপথের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাশাপাশি তিনি বলেন যে রাজ্যে জমি অধিগ্রহণের জন্য যে রেভিনিউ অফিসার দরকার রাজ্য সরকার তা এখনো পর্যন্ত নিয়োগও করেনি। ফলে জমি নিতে অসুবিধা হচ্ছে বলে অগ্নিমিত্রা পাল দাবি করেছেন। এর পাশাপাশি গত কয়েকদিন আগেই শত্রুঘ্ন সিনহা তার সংসদ কোটার উন্নয়ন নিয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তাতে তিনি উল্লেখ করেছেন বার্নপুর স্টেশনে কিছু রেল উন্নয়নের কথা। অগ্রিমিত্রা পাল তাকে কটাক্ষ করে বলেছেন এসবই প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রকল্পের অধীনে। কোনওটাই শত্রুঘ্ন সিনহার অবদান নয়। সন্দেশখালি ইস্যুতেও এদিন শত্রুঘ্ন সিনহাকে একহাত নিয়েছেন অগ্রিমিত্রা পাল। তার পাশাপাশি সিএএ নিয়ে তার দাবি এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় বরং নাগরিকত্ব দেওয়ার আইন। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন এবং মানুষকে উস্কাচ্ছেন।

বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডি আর এম চেতনানন্দ সিং এবং অন্যান্য রেল আধিকারিকরা, আসানসোল বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *