গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষ্যে বিশেষ ফিলাটেলিক কভার প্রকাশ ডাক বিভাগের
সঙ্কেত ডেস্ক:পশ্চিমবঙ্গ বৃত্তের ডাক বিভাগ আজ ‘গঙ্গাসাগর মেলা ২০২৬’ উপলক্ষ্যে একটি বিশেষ ফিলাটেলিক কভার এবং বিশেষ ডাকটিকিট বাতিলের সিল প্রকাশ করেছে। গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমে আয়োজিত এই বার্ষিক জনসমাগমের আধ্যাত্মিক গুরুত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“গঙ্গাসাগর মেলা : ঐতিহ্য, ভক্তি, আবেগ এবং আধ্যাত্মিক বিশ্বাসের এক মহামিলন” শীর্ষক এই বিশেষ কভারটি আজ কলকাতা জেনারেল পোস্ট অফিস (জিপিও)-তে উন্মোচন করেন ডাক পরিষেবা বিভাগের মহানির্দেশক শ্রী জিতেন্দ্র গুপ্ত। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বৃত্তের চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের এই বিশেষ কভারটির নকশায় ঐতিহাসিক কপিল মুনি মন্দির এবং পবিত্র ‘মহাস্নানে’র দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই বিশেষ কভারটি এখন থেকে কলকাতা জিপিও-র ফিলাটেলিক ব্যুরোতে ক্রয়ের জন্য পাওয়া যাবে।