“টাকায় গান্ধী নয় নেতাজী চাই” দাবিতে পথসভা ও জনসংযোগ হিন্দু মহাসভার

সঙ্কেত ডেস্ক: ভারতীয় টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর মুখের ছবি আনার দাবীতে নেতাজীর জন্মদিনে তার বাড়ির সামনে ঐতিহাসিক পথসভা ও জনসংযোগ কর্মসূচী করলো অখিলভারত হিন্দুমহাসভা । শুধু তাই নয় আজ তারা বারাসাতে সরস্বতী পূজাও করলো যে পূজার থিম ছিল টাকায় গান্ধীর বদলে নেতাজীর মুখ চাই । হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ সকাল থেকে নেতাজীর এলগিন রোডের বাড়ির সামনে সমবেত হয়ে একাধিক ব্যানার ও পোস্টার নিয়ে মহাসভার সদস্যরা পথসভা ও জনসংযোগ কর্মসূচী করে ঘোষণা করলেন যে কোনো মূল্যে তাঁরা ভারতীয় টাকায় নেতাজী সুভাষচন্দ্র বসুর মুখের ছবি আনতে চান । রুবি হাসপাতাল মোড়ে ইতিপূর্বেই হিন্দুমহাসভার বহু চর্চিত দুর্গা পূজার থিম নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল, যেখানে চশমা ও ধুতি পড়া লাঠি হাতে অসুরের মুখের আদলের সাথে গান্ধীজির মুখের মিল ছিল । এই প্রসঙ্গ মনে করিয়ে প্রশ্ন করা হলে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন গান্ধীর সাথে অসুরের মিলটি নিতান্তই কাকতালীয়, আমরা কখনোই কাউকে অপমান করার বা গান্ধী ভক্তদের মনে দুঃখ দেওয়ার পক্ষপাতি নই । তবে এটা সত্যি যে আমরাই প্রথম মেরুদন্ড সোজা রেখে দাবী তুলেছি গান্ধী কখনোই জাতির জনক নয় কারণ আমরা আর.টি.আই করে জেনেছি গান্ধীকে জাতির জনক বলতেই হবে এই রকম কোন রেজোলিউশন কখনও ভারতে গৃহীত হয়নি । শুধু তাই নয় গান্ধীর অতিরিক্ত নেহেরু প্রীতি এবং নেতাজীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের জন্যই নেতাজীকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং পরে দেশ ছাড়া হতে হয়েছে । ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী পট্টভি সীতারমইয়াকে ভোটে হারানোর পরেও গান্ধীর চক্রান্তেই নেতাজী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন । তাই আজ সময় এসেছে ভারতীয় স্বাধীনতার রূপকার দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুকে আরো বেশি করে সম্মানিত করার যাতে আগামী প্রজন্ম জানতে পারে আসলে কার জন্য ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে । আমাদের আন্দোলনের প্রভাবে ইতিপূর্বেই ভারতীয় ডিজিট্যাল কারেন্সি থেকে গান্ধীর মুখ সরিয়ে দিতে বাধ্য হয়েছে ভারত সরকার । এবার আরো একধাপ এগিয়ে আমরা ভারতীয় টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর মুখের ছবি আনতে ব্রতী হয়েছি । শুধু তাই নয় আমরা ভারত সরকারের কাছে দাবী করছি নেতাজী সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল গুলোও পাবলিক ডোমেনে এনে প্রকাশ করতে হবে যাতে আমরা সবাই জানতে পারি নেতাজীর বিরুদ্ধে চক্রান্তকারী নরপিশাচদের নাম । আজ কর্মসূচিতে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, আশুতোষ মজুমদার, দেবনারায়ণ ঘোষ, ডক্টর অনিরুদ্ধ পাল, পরিমল মজুমদার, উত্তম দেবনাথ, স্বামী দেবানন্দ মহারাজ সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *