তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? অর্জুনপুরে কর্মীর বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে ফাঁড়ি ঘেরাও মহিলা কর্মীদের

0
WhatsApp Image 2026-01-15 at 16.11.57

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:দুর্গাপুরের অর্জুনপুর গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী মলয় মণ্ডলের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

বুধবার সন্ধ্যায় আচমকা এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ কয়েকজন নিরীহ মানুষকে আটক করেছে বলে দাবি ওঠে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলীয় পতাকা হাতে নিয়ে ফাঁড়ির সামনে বিক্ষোভে শামিল হন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে নিরীহদের মুক্তি দিতে হবে।

বিক্ষোভস্থল থেকেই তৃণমূলের মহিলা নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, পুলিশ যদি কারও ইশারায় কাজ করে, তবে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, গতকাল রাতে দুর্গাপুরের অর্জুনপুর এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার জন্য এলাকার সিপিএম কর্মী বাপি বাউরির বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরুণাভ যশ অভিযোগ করেন, দলের সক্রিয় কর্মী মলয় মণ্ডলের বাড়িতে বাপি বাউরির নেতৃত্বে দুষ্কৃতীরা ঢুকে একটি বাইক ও আসবাবপত্র ভাঙচুর করে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *