তৃণমূল-বিজেপির বিকল্প হওয়ার ডাক: জেমুয়ায় আইএসএফ-এর বিশাল মিছিলে চাঞ্চল্য

0
Screenshot_20260109_195534_WhatsAppBusiness

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আসন্ন নির্বাচনের প্রাক্কালে শিল্পাঞ্চল দুর্গাপুরে নিজেদের শক্তি প্রদর্শন করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। শুক্রবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায় আইএসএফ-এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য ও বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে কর্মী-সমর্থকদের ভিড় এবং স্লোগানে এদিন কার্যত মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।মিছিল শেষে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বর্তমান রাজ্য ও কেন্দ্রের শাসক দলের কড়া সমালোচনা করা হয়। আইএসএফ নেতাদের দাবি
তৃণমূল কংগ্রেস এবং বিজেপি— এই দুই রাজনৈতিক শক্তির বাইরে সাধারণ মানুষের জন্য আইএসএফ একটি নতুন ও স্বচ্ছ রাজনৈতিক দিশা তৈরি করতে চাইছে।অন্যদিকে আইএসএফ ধর্ম, বর্ণ এবং সম্প্রদায় নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া সব স্তরের মানুষের অধিকার আদায়ের লড়াইকে পাখির চোখ করেছে। নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ বিকল্প খুঁজছে এবং স্বচ্ছ রাজনীতির টানেই মানুষ আইএসএফ-এর পতাকাতলে শামিল হচ্ছেন।
এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে জেমুয়া ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গেছে। রাস্তার দু-পাশে দাঁড়িয়ে বহু মানুষকে মিছিল প্রত্যক্ষ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের এই এলাকায় আইএসএফ-এর ক্রমবর্ধমান সক্রিয়তা আগামী দিনে স্থানীয় রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলে কি না,সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *