পরিবেশবান্ধব ভাবনায় সরস্বতী পুজো দুর্গাপুর ‘মেক ইট ইজি’ কোচিং সেন্টারের

নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর: দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে ‘মেক ইট ইজি’ কোচিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। এবছর পুজোর থিম হিসেবে তুলে ধরা হয়েছে পালতোলা জাহাজ। অভিনব ও সৃজনশীল এই ভাবনায় দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে পুজোটি।

চলতি বছরে এই সরস্বতী পুজো অষ্টম বর্ষে পা দিল। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে পালতোলা জাহাজের আদল। পিচবোর্ড, পাটকাঠি, ভলিবলের নেট এবং কাপড়ের মতো পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে গড়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ ও থিমের কাঠামো।

এই পুজোর আয়োজনে ‘মেক ইট ইজি’ কোচিং সেন্টারের ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়ারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। কচিকাঁচা থেকে শুরু করে বড় পড়ুয়ারা সবাই মিলেই পুজোর প্রস্তুতি ও ব্যবস্থাপনায় যুক্ত রয়েছে।

তিন দিন ধরে চলবে এই সরস্বতী পুজো। পুজো উপলক্ষে ছোট থেকে বড় সকলকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

শিক্ষা ও সংস্কৃতির মিলনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এই সরস্বতী পুজো ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *