রূপনারায়ানপুর ফাঁড়ির আমডাঙ্গা এলাকার কুয়ো উদ্ধার থেকে শ্রমিকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি:পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়ির আমডাঙ্গা এলাকার কুয়ো থেকে শ্রমিকের উদ্ধার মৃতদেহ।পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম সনজিৎ মির্ধা (৩৮)। ঝাড়খণ্ডের জামতাড়া ফতেপুর থানার শিমলা ডাঙ্গা এলাকার বাসিন্দা।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোেল জেলা হাসপাতালে পাঠানো হয়। জানা যায় যে ওই ব্যক্তি রূপরানপুরের রাস্তার কাজ করার জন্যে রূপনারায়নপুর আমডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে কুয়ো থাকে জল তুলতে গেলে পচা গন্ধ উঠতে থাকে।কুয়োতে মুখ বাড়াতেই দেখেন ভাসছে এক ব্যক্তির দেহ।উপর থেকে দেখে চেনা যায়নি তার এই দেহ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।খবর দেওয়া হয় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে।দেহ উপরে তোলার পরে বোঝা যায় সেটি ওই নিখোঁজ শ্রমিকের দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিল।তবে তার স্ত্রী ঝাড়খণ্ডের জামতাড়া ফতেপুর এলাকায় থাকতেন। সেখান থেকে খবর পেয়ে সঞ্জিত মির্ধার স্ত্রী ফুলদেবী রূপনারায়নপুর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করতে আসেন আর সেই দিনই তিনি জানতে পারেন রূপনারানপুর আমডাঙ্গা এলাকায় একটি কুয়ো থেকে মৃতদেহ পাওয়া গেছে। তবে কি কারণে মৃত্যু, পুলিশ তা খতিয়ে দেখছে।