লেখনীর মাধ্যমে সমাজ সংস্কারের ডাক,দুর্গাপুরে শুরু দু’দিনব্যাপী আদিবাসী সাহিত্য সম্মেলন
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:আদিবাসী সমাজ ও সংস্কৃতির ঐতিহ্যকে লেখনীর মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে দুর্গাপুরের ‘সৃজনী’ প্রেক্ষাগৃহে শনিবার দুপুর একটায় শুরু হলো দু’দিনব্যাপী আদিবাসী সাহিত্য সম্মেলন। সাঁওতালি লেখক অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যের কবি ও সাহিত্যিকরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের মূল উদ্দেশ্য হিসেবে আয়োজকরা জানান, সাঁওতালি সাহিত্যকে আরও সমৃদ্ধ করা এবং আদিবাসী সমাজের ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরা। পাশাপাশি লেখনীর মাধ্যমে প্রান্তিক মানুষের অধিকার, সামাজিক সচেতনতা ও সমাজ সংস্কারের বার্তা পৌঁছে দেওয়াও এই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
দু’দিনব্যাপী এই সম্মেলনে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং আদিবাসী সংস্কৃতিকে ঘিরে বিভিন্ন মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা, এই সাহিত্য সম্মেলন নতুন প্রজন্মের লেখকদের অনুপ্রেরণা জোগাবে এবং আদিবাসী সাহিত্যচর্চাকে আরও শক্ত ভিত দেবে।
