সাত নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ, তৃণমূলের পাল্টা কটাক্ষ

0
WhatsApp Image 2026-01-15 at 15.17.18

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:সাত নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগ তুলে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে তুমুল বিক্ষোভে সামিল হল বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের চাপে জেলা নির্বাচনী আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে ফর্ম গ্রহণে অস্বীকার করছেন। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

বিক্ষোভস্থল থেকে জিতেন্দ্র তেওয়ারি দাবি করেন, ভবিষ্যৎ ভোটের ফল আঁচ করতে পেরে তৃণমূল ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। তাঁর অভিযোগ, Special Intensive Revision (SIR) প্রক্রিয়ার নামে পরিকল্পিতভাবে ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।

বিজেপি নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দেন, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা না এলে তারা ভোট করতে দেবেন না। পাশাপাশি, সাত নম্বর ফর্ম জমা না নেওয়া হলে ধারাবাহিক আন্দোলনের পথেই হাঁটবে বিজেপি বলে জানানো হয়। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও সতর্ক করেন জিতেন্দ্র তেওয়ারি।

অন্যদিকে, বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। এই জটিল পরিস্থিতি তৃণমূল তৈরি করেনি। বরং বিজেপিই কমিশনের মাধ্যমে এই সমস্যা সৃষ্টি করিয়েছে।”

তিনি আরও বলেন, বিজেপি এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজনীতির ময়দানে নাটক করছে। তৃণমূল সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভোটারদের স্বার্থেই দল কাজ করে যাবে বলে দাবি করেন তিনি।

সাত নম্বর ফর্ম জমা সংক্রান্ত এই বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *