আই-প্যাক তল্লাশি মামলা: সুপ্রিম কোর্টে ইডির নতুন আবেদন, আজ গুরুত্বপূর্ণ শুনানি
সঙ্কেত ডেস্ক: আই-প্যাক মামলার শুনানির আগে সুপ্রিম কোর্টে নতুন আবেদন দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে বরখাস্ত করা এবং তদন্তে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ইডির অভিযোগ, আই-প্যাকের অফিস ও সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় তদন্তে বাধা দেওয়া হয়, গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে ফেলা হয় এবং প্রমাণ নষ্ট করা হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে ইডি। সংস্থার দাবি, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে হস্তক্ষেপ করেন।
ইডি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে জানিয়েছে, তাদের বক্তব্য না শুনে যেন কোনও নির্দেশ না দেওয়া হয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে আজ মামলার শুনানি হওয়ার কথা।