আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে জয়দেব মেলায় তিন দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবির
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে চলমান জয়দেব মেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই শিবির চলবে ১৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। মেলায় আগত হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর জন্য এই শিবিরে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য শিবিরে ২০ জনের একটি চিকিৎসা ও অ-চিকিৎসা কর্মী দল মোতায়েন করা হয়েছে। এই দলে রয়েছেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল কর্মী এবং সহায়ক কর্মীরা, যারা মিলিতভাবে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন।
শিবিরে রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, সাধারণ চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে বয়স্ক ভক্ত, ক্লান্তি, পানিশূন্যতা কিংবা ভিড়জনিত ছোটখাটো শারীরিক সমস্যায় ভোগা মানুষের প্রতি আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক শ্রীমতি সুদর্শনা গাঙ্গুলী বলেন, “এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়, সেখানে সময়মতো চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
মেলায় আগত ভক্তরাও এই স্বাস্থ্য শিবিরের উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাওয়ায় তাঁরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করেছেন।
মেলা চলাকালীন পুরো সময় জুড়েই শিবিরটি সক্রিয় থাকবে, যাতে যে কোনও প্রয়োজনে দর্শনার্থীরা দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
