তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তপ্ত দুর্গাপুরের অর্জুনপুর
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:দুর্গাপুরের অর্জুনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়ি ভাঙচুরকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার জন্য এলাকার সিপিএম কর্মী বাপি বাউরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরুণাভ যশের অভিযোগ, দলের সক্রিয় কর্মী মলয় মন্ডলের বাড়িতে বুধবার সন্ধ্যায় আচমকা হামলা চালানো হয়। তাঁর দাবি, বাপি বাউরির নেতৃত্বে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে একটি বাইক ও আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন বাপি বাউরি। তিনি জানান, মকর সংক্রান্তি উপলক্ষে দামোদর নদীর ধারে একটি পিকনিককে কেন্দ্র করে সামান্য ঝামেলা হয়েছিল, তবে ওই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যদিও তিনি সিপিএমের কর্মী বলে স্বীকার করেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, ডিভিসির নতুন ইউনিট নির্মাণকে ঘিরে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে এবং সেই দ্বন্দ্ব থেকেই এই অশান্তির সৃষ্টি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজে কেউ বাধা দিলে বিজেপি রাস্তায় নামবে এবং এলাকায় অশান্তি তৈরির চেষ্টা হলে তারাও বিক্ষোভে সামিল হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।