দুর্গাপুরে পুরসভার কড়া দাওয়াই: অমরাবতী কলোনিতে চলল বুলডোজার
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: শহরের বুকেই সরকারি জমি দখল করে রমরমিয়ে চলছিল বেআইনি নির্মাণ। অবশেষে সেই অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল দুর্গাপুর পুরসভা। শুক্রবার সকালে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের অমরাবতী কলোনি এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় পুর কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বেআইনি হোটেলের স্টোররুম থেকে শিক্ষা প্রতিষ্ঠান।
পুরসভা সূত্রে খবর, শুক্রবারের অভিযানে মূলত দুটি জায়গাকে নিশানা করা হয়েছিল,অমরাবতী কলোনির এলাকায় অবস্থিত একটি হোটেলের পিছন দিকে কোনও অনুমতি ছাড়াই একটি স্টোররুম ও বাথরুম নির্মাণ করা হয়েছিল। স্থানীয় স্তরে অভিযোগ জমা পড়ার পর শুক্রবার পুরসভার বুলডোজার দিয়ে সেই নির্মাণটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।তবে শুধুমাত্র ব্যক্তিগত হোটেলই নয়, এদিন অভিযানের কবলে পড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানও। ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড সায়েন্স স্কুলের বিল্ডিংয়ের পিছনে থাকা আরও একটি অবৈধ নির্মাণ এদিন গুঁড়িয়ে দেয় পুরসভা।
অভিযান চলাকালীন যাতে কোনওরকম আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে বা কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য আগেভাগেই সতর্ক ছিল প্রশাসন। দুর্গাপুর পুরসভার পদস্থ আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে মোতায়েন ছিল নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও উচ্ছেদ চলাকালীন কোনও বড়সড় বাধার সম্মুখীন হতে হয়নি পুরকর্মীদের।
দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শহরজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই আপসহীন লড়াই জারি থাকবে। অনুমতি ছাড়া বা সরকারি জমি দখল করে কোনও নির্মাণ করা হলে ভবিষ্যতে একই ভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার এই সক্রিয়তায় যেমন সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, তেমনই চিন্তায় পড়েছেন বেআইনি নির্মাণকারীরা।