দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলা: আদালতে গোপন জবানবন্দি, বিচার প্রক্রিয়ায় অগ্রগতি

0
l65oj5ak_1_625x300_11_October_25

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: আইকিউসিটি মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে রুদ্ধদ্বার কক্ষে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা ছাত্রী।

উল্লেখ্য, গত বছর আইকিউসিটি মেডিক্যাল কলেজের ওই ছাত্রীর উপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগে শিল্পশহর দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতার কথা মাথায় রেখে শুক্রবার বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে। অভিযোগকারিণীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনও অসঙ্গতি নেই বলে তাঁর দাবি।


এখন আদালতের পরবর্তী পর্যবেক্ষণ ও শুনানির দিকেই তাকিয়ে রয়েছে গোটা দুর্গাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *