বিধায়কের বাড়ির নিচে ‘মধুচক্র’! উত্তাল কালীগঞ্জ, আটক ২
সঙ্কেত ডেস্ক:নির্বাচনের আগে ফের উত্তপ্ত নদীয়ার কালীগঞ্জ। এবার খোদ স্থানীয় বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নিচে বেআইনি মধুচক্র চালানোর অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পলাশী এলাকা। এই ঘটনায় তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলেরই অন্য এক নেতা, যা ঘিরে অস্বস্তিতে শাসক শিবির।
বুধবার কালীগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়ির নিচে অবস্থিত একটি প্রতিষ্ঠানে মধুচক্র চলছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এখানে বেআইনি কাজ চলছে এবং স্কুল-কলেজের ছাত্রীদেরও এই চক্রে জড়ানো হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।এদিন ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। অভিযোগ, কিছু দুষ্কৃতী সাংবাদিকদের কাজে বাধা দেয় এবং তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তের পর পুলিশ দু’জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।
অভিযোগকারী তৃণমূল নেতা বলেন, “আলিফা আহমেদের বাড়ির ঠিক নীচে মধুচক্র চলছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। স্কুল-কলেজের মেয়েরাও এর সঙ্গে জড়িত। অবিলম্বে এই কেন্দ্র বন্ধ এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে বিধায়ক আলিফা আহমেদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ আছে। সেখানে একজন মহিলা এসেছিলেন। কোনও একটা বিষটে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। তাঁর দাবি, ভোট আসছে বলে তাঁর নাম জড়িয়ে বিজেপি এভাবে অপপ্রচার চালাচ্ছে। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, “রাজ্যে এখন অবৈধ উপায়ে টাকা কামানোর প্রতিযোগিতা চলছে। বিধায়কের বাড়ির নিচে এমন চক্র চলাই স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে।”
বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনার পর তামান্না খাতুন কাণ্ডে আগেই উত্তপ্ত ছিল কালীগঞ্জ। তার রেশ কাটতে না কাটতেই এই নয়া বিতর্কে এলাকার পরিবেশ থমথমে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।