আসানসোলে আলুওয়ালিয়াকে নিয়ে ফের অসন্তোষ, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল

0

সঙ্কেত ডেস্ক: দোরগোড়ায় ভোট। আর সেই সময়ই বিজেপির কোন্দল একেবারে তুঙ্গে। আসানসোলে বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই শুরু হয়ে গেল হাতাহাতি, চিৎকার। টেবিল, চেয়ার ছোঁড়াছুড়ি। সেই সঙ্গেই টেবিলের উপরেও উঠে পড়েন বিজেপি কর্মীরা। এবার প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে নিয়ে বচসায় গেরুয়া শিবিরের দুই গোষ্ঠী। বারাবনিতে প্রার্থীর সামনেই চলল চেয়ার- টেবিল ছোঁড়াছুড়ি।

এদিন সকালে বড়বাথান থানা এলাকায় এক কর্মিসভায় যোগ দিয়েছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। এলাকার জামাই ওই সভায় ঢুকতেই গোল বাধে। নিজেদের মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির দুই শিবিরের কর্মীরা। শুরু হয় মারপিঠও।বারাবনী ও আসানসোলের গ্রুপের মধ্য়ে এই মারপিট। আসানসোলের দাবি, দীর্ঘদিন ধরে তারা তৃণমূলের হাতে মার খেয়েছেন। কিন্তু তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্যত আদি নব্য লড়াই এবার বিজেপির অন্দরে। চেয়ার টেবিল ছোঁড়া ছুড়ি শুরু হয়ে যায়। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নামেন খোদ প্রার্থী। তিনি সকলের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। তারপরই বিক্ষোভ মেটে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। একে তো আসনসোল আসনকে কেন্দ্র করে গোড়া থেকেই নানা গন্ডগোল। এবার একেবারে মারপিটও শুরু হয়ে গেল। তবে শেষ পর্যন্ত প্রার্থীর উপস্থিতিতে কিছুটা হলেও সমস্যা মেটে।
সম্প্রতি, আসানসোলের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বর্ধমান দুর্গাপুর থেকে সরিয়ে একেবারে শেষ সময় আসানসোলের প্রার্থী করা হয়েছে সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে। তাঁর নাম ঘোষণার পর থেকেই অভিযোগ, বিজেপির একাংশের ক্ষোভ রয়েছে। দিন কয়েক আগে তার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল আলুআলিয়ার প্রচারেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *