বিদ্যাসাগর সেতুতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক: প্রথম টেলিকম অপারেটর হিসেবে নজির এয়ারটেলের

নিজস্ব প্রতিবেদক,কলকাতা, ২১শে জানুয়ারি, ২০২৬: কলকাতা ও হাওড়াকে সংযোগকারী গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলি সেতু) নিরবচ্ছিন্ন মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবা চালু করল ভারতী এয়ারটেল। এই সেতুতে পূর্ণাঙ্গ মোবাইল নেটওয়ার্ক স্থাপনকারী প্রথম এবং একমাত্র টেলিকম অপারেটর হিসেবে আত্মপ্রকাশ করল সংস্থাটি।

এয়ারটেল জানিয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে গত তিন বছরে ৫,২৫০টিরও বেশি নতুন নেটওয়ার্ক সাইট স্থাপন করা হয়েছে। এর ফলে গ্রাহকরা পাচ্ছেন আরও দ্রুত গতি, বিস্তৃত কভারেজ এবং উন্নত নেটওয়ার্ক অভিজ্ঞতা।

বিদ্যাসাগর সেতুর পুরো অংশ জুড়ে প্রায় ১.৩ কিলোমিটার ফাইবার বসানো হয়েছে এবং ছয়টি খুঁটির উপর নেটওয়ার্ক অ্যান্টেনা স্থাপন করা হয়েছে। এর ফলে সেতুর কোথাও ডেড জোন থাকছে না এবং প্রতিদিন সেতু পারাপারকারী হাজার হাজার যাত্রীর জন্য নিশ্চিত হচ্ছে নিরবচ্ছিন্ন সংযোগ।

পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ পুলিশ ট্র্যাফিক বিভাগ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা শহুরে ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।

এয়ারটেলের পশ্চিমবঙ্গ ও ওড়িশার সিইও অয়ন সরকার বলেন, বিদ্যাসাগর সেতু কলকাতার অন্যতম ব্যস্ত পরিবহন করিডোর। এখানে নিরবচ্ছিন্ন সংযোগ শুধু যাত্রীদের সুবিধার জন্য নয়, জরুরি পরিষেবা, ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে এয়ারটেল স্মার্ট পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি আরও একবার প্রমাণ করল।

রাজ্য সরকারের কর্মকর্তারাও এয়ারটেলের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক থাকলে যাত্রীরা ট্র্যাফিক পরিস্থিতি জানতে পারবেন, যাত্রাপথে সংযুক্ত থাকতে পারবেন এবং জরুরি পরিস্থিতিতে আরও নিরাপদ বোধ করবেন।

এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে নেটওয়ার্ক উদ্ভাবনে এয়ারটেল তাদের নেতৃত্ব আরও মজবুত করল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *